• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি মারা গেছেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৩, ০৯:১৫ এএম
যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি মারা গেছেন
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি স্যান্ড্রা ডে ও’কনর। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি স্যান্ড্রা ডে ও’কনর মারা গেছেন। শুক্রবার (১ ডিসেম্বর) দেশটির সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়।

তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন বলে জানা যায়।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রোগান ১৯৮১ সালে তাকে দেশটির উচ্চ আদালতে নিয়োগ দেন। এরপর দীর্ঘ ২৪ বছর তিনি বিচারপতি হিসেবে কাজ করেন। ২০০৬ সালে তিনি অবসরে যান।

ও’কনর তার স্বামীর সেবার জন্য বিচারপতির পদ থেকে অবসরে যান। তার স্বামী মস্তিষ্কের জটিল সমস্যায় আক্রান্ত ছিলেন।

স্যান্ড্রা ডে ও’কনর যুক্তরাষ্ট্রের প্রথম নারী বিচারপতি ছিলেন। দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্ট এক বিবৃতিতে তাকে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয়দের কন্যা হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ও’কনর অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন ও স্বাধীনভাবে তা পরিচালনা করেন।

সাবেক এ নারী বিচারপতি মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে জন্মগ্রহণ করেন। তিনি স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আইনের ওপর ডিগ্রি অর্জন করেন। সূত্র: বিবিসি

Link copied!