ইউক্রেনিয় কতৃপক্ষের বিমান হামলার সতর্কতা জারির পর কিয়েভে বিষ্ফোরণের ঘটনা ঘটেছে।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানা যায়, শুক্রবার (১১ আগস্ট) সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালানোর চেষ্টা করেছিল রাশিয়া। তবে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা প্রতিহত করে। প্রতিহত করা রকেটের ধ্বংসাবশেষ কিয়েভের একটি হাসপাতালসহ শহরের আরও দুই জায়গায় আছড়ে পড়েছে।
ইউক্রেনের বিমান বাহিনীর ভাষ্য, রাশিয়া কিয়েভে হাইপারসনিক মিসাইল ছুড়েছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিশকো এক টেলিগ্রাম বার্তায় জানান, এ হামলায় কেউ আহত বা কোনো ক্ষতি হয়নি। ইমার্জেন্সি সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
ভিতালি ক্লিশকো আলাদা আরেক বার্তায় শহরের বাসিন্দাদের এয়ার রেইড শেল্টারে আশ্রয় নিতে বলেছেন। তিনি টেলিগ্রাম বার্তায় লিখেছেন, “শহরে বিষ্ফোরণ, সবাই শেল্টারে থাকুন।”
এ বিষয়ে কিয়েভ শহর কতৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এ ব্যাপারে কাজ করছে।