ফ্রান্সের উত্তরাঞ্চলীয় উপকূলের দ্বীপ জার্জিতে এক অ্যাপার্টমেন্ট ব্লকে বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন তিনজন। এই ব্যক্তিদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে দুজনকে।
রয়টার্স জানায়, শনিবার ভোরের ওই বিস্ফোরণের ঘটনায় পুরোপুরি ধসে পড়েছে তিনতলা একটি ভবন। এখনও প্রায় ডজনখানেক মানুষ নিখোঁজ আছেন। ধারণা করা হচ্ছে গ্যাস লাইন বিস্ফোরণের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।
জার্জি পুলিশের প্রধান কর্মকর্তা রবিন স্মিথ জানিয়েছেন, বিস্ফোরণের পর দ্বীপের রাজধানী সেইন্ট হেলিয়ারের বন্দরের কাছে অবস্থিত একটি তিনতলা ভবন পুরোপুরি ধসে পড়েছে।
নিখোঁজদের সন্ধানে কাজ করছেন উদ্ধারকর্মীরা। রবিন জানান, ভবনটির বাসিন্দারা গ্যাসের গন্ধ পাওয়ার পর শুক্রবার সন্ধ্যায় অভিযোগ করেছিল। এরপর ওই ভবনে যায় দমকল বিভাগের কর্মীরা। তবে সেই ঘটনা থেকেই এই বিস্ফোরণ কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানানো হয়েছে। বিস্ফোরণের ঘটনায় ২০-৩০ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
বিস্ফোরণ দুর্ঘটনায় আহতরা খুব গুরুতর আঘাতপ্রাপ্ত নন। তারা হাঁটে পারছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে নিখোঁজদের ব্যাপারে দুশ্চিন্তায় আছে প্রশাসন।