• ঢাকা
  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১, ৬ রবিউল আউয়াল ১৪৪৫

কারখানায় গ্যাস লিক হয়ে ১১ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৩, ০১:৩৫ পিএম
কারখানায় গ্যাস লিক হয়ে ১১ জনের মৃত্যু

ভারতের পাঞ্জাব প্রদেশের লুধিয়ানার গিয়াসপুরা এলাকায় একটি কারখানায় গ্যাস লিকের ঘটনায় প্রথমে অচেতন এবং পরে ১১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটির পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৪ জন।

রোববার (৩০ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, একটি কারখানায় গ্যাস লিকের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে।

গ্যাস লিকের খরব পেয়ে দ্রুত ছুটে যান উদ্ধারকারীদের একটি দল। তাদের সঙ্গে ঘটনাস্থলে চিকিৎসক, অ্যাম্বুলেন্স এবং ফায়ার ব্রিগেডের সদস্যরাও যোগ দেন। ওই এলাকাটি বর্তমানে ঘিরে ফেলা হয়েছে এবং সাধারণ মানুষের চলাচল সীমিত করে দেওয়া হয়েছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) ৫০ সদস্যের একটি দলও ঘটনাস্থলে পৌঁছেছে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন নারী ও ছয়জন পুরুষ রয়েছে। এই ঘটনায় মারা যাওয়া ১১ জনের মধ্যে ১০ ও ১৩ বছর বয়সী দুই কিশোর রয়েছে।

লুধিয়ানার সাব ডিভিশনার ম্যাজিস্ট্রেট স্বতি তিওয়ানা বার্তাসংস্থা এএনআইকে বলেছেন, অবশ্যই এটি একটি গ্যাস লিকের ঘটনা। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স সাধারণ মানুষকে উদ্ধারে বর্তমানে ঘটনাস্থলে রয়েছে। এটি কী ধরনের গ্যাস এবং কীভাবে গ্যাস লিক হলো সেটির কারণ এখনো জানা যায়নি। এনডিআরএফ দল বিষয়টি তদন্ত করবে।

ম্যাজিস্ট্রেট স্বতি জানিয়েছেন, যেখানে গ্যাস লিক হয়েছে সেটি একটি জনবহুল এলাকা। ফলে এখন তাদের প্রধান লক্ষ্য হলো দ্রুত সাধারণ মানুষকে সেখান থেকে সরিয়ে ফেলা।

তিনি আরও জানান, এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে...। গ্যাস দূষণ ঘটেছে... খুব সম্ভবত ম্যানহোলে মিথেনের সঙ্গে কিছু রাসায়নিক বিক্রিয়া হয়েছে... এই সব কিছুই যাচাই করা হচ্ছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, লুধিয়ানার গিয়াসপুরা এলাকায় একটি কারখানায় গ্যাস লিক হওয়ার ঘটনাটি খুবই দুঃখজনক। পুলিশ, সরকার এবং এনডিআরএফ দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় সবকিছু দেওয়া হয়েছে এবং পরবর্তীতে ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জানানো হবে।

Link copied!