• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬

সৌদিতে বেড়েছে বিবাহবিচ্ছেদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৩, ০২:৫৩ পিএম
সৌদিতে বেড়েছে বিবাহবিচ্ছেদ
ছবি: সংগৃহীত

সৌদি আরবে বিবাহবিচ্ছেদের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২২ সালে দেশটিতে সাড়ে তিন লাখ নারীর ডিভোর্স হয়েছে বলে জানিয়েছে দেশটির জেনারেল অথরিটি অব স্ট্যাটিসটিকস।

সম্প্রতি প্রকাশিত দেশটির ২০২২ সালের নারীবিষয়ক প্রতিবেদনে দেখা যায়, ৩০ থেকে ৩৪ বছর বয়সী নারীদের ডিভোর্স সবচেয়ে হয়েছে। এই তালিকায় ডিভোর্সের সংখ্যা ৫৪ হাজার। এ ছাড়া ৫৩ হাজার ডিভোর্স নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ৩৫ থেকে ৩৯ বছর বয়সী নারীরা।

কয়েকটি জরিপ পরিচালনার মাধ্যমে নারীদের শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ইত্যাদি বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে প্রতিবেদনটিতে। সৌদিতে ১৫ থেকে ১৯ বছর বয়সী নারীর সংখ্যা সবচেয়ে বেশি। এ সংখ্যা হলো ৯ লাখ ১৬ হাজার ৪৩৯। আর ২০ থেকে ২৪ বছর বয়সী নারীর সংখ্যা ৮ লাখ ৫০ হাজার ৭৮০।

প্রতিবেদনটির উল্লেখযোগ্য দিক হলো কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়েছে।

Link copied!