• ঢাকা
  • শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১, ৯ রবিউল আউয়াল ১৪৪৬

হাওয়াইয়ের মাউই দ্বীপের দাবানলে মৃত্যু বেড়ে ৫৩


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৩, ১০:৩০ এএম
হাওয়াইয়ের মাউই দ্বীপের দাবানলে মৃত্যু বেড়ে ৫৩

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে মৃত্যু বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

দ্বীপ রাজ্যটির গভর্নর জস গ্রিন এই দাবানলকে ‘হাওয়াই রাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন। তিনি আরও জানান, দ্বীপের পশ্চিম উপকূলের পর্যটন শহর লাহাইনার ৮০ শতাংশ ধ্বংস হয়ে গিয়েছে। সেখানে প্রায় ১৭০০ বাড়ি বিধ্বস্ত হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগুন ছড়িয়ে পড়ার পর উপকূলের অনেক মানুষ প্রশান্ত মহাসাগরে ঝাঁপিয়ে পড়ে আত্মরক্ষার চেষ্টা করতে বাধ্য হয়। মার্কিন কোস্টগার্ড তাদের উদ্ধার করেছে। ইতিমধ্যে কোস্টগার্ড পানি থেকে ১৭ জনকে উদ্ধার করেছে।

এর আগে মঙ্গলবার (৮ আগস্ট) মাউইতে শুরু হয় দাবানল। এ সময় পাশ দিয়ে বয়ে যাওয়া হারিকেন ডোরার বাতাসের তোড়ে দ্রুতই দাবানলটি ছড়িয়ে পড়ে। তিনটি বড় আগুনের একটিও এখনো নেভানো সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে ইতিমধ্যে দ্বীপটি থেকে ১৪ হাজারের বেশি পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে। এখনো বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন মাউইর ১১ হাজার বাসিন্দা।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মাউইর দাবানলকে ‘বড় দুর্যোগ’ বলে ঘোষণা করেছেন। এর ফলে দ্বীপটির ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাষ্ট্রের ফেডারেল তহবিল পাওয়া সহজ হবে। 

Link copied!