• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৩, ১২:৩৩ পিএম
আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে

আফগানিস্তানের হেরাত প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২ হাজার ৬০ জনে দাঁড়িয়েছে। রোববার তালেবান সরকারের মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

শনিবার (৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের হেরাত প্রদেশ। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩।

এর আগে হেরাত প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান মোসা আশারি জানিয়েছিলেন ভূমিকম্পে প্রায় ১২০ জন নিহত হয়েছেন। আহত হয়ে চিকিৎসাধীন আছেন এক হাজার মানুষ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে হতাহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে। ভূমিকম্পে বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পটির পরের পরাঘাতগুলোর মধ্যে একটির মাত্রা ছিল ৫ দশমিক ৫।

Link copied!