• ঢাকা
  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

পোপ ষোড়শ বেনেডিক্টের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩, ১১:৫২ এএম
পোপ ষোড়শ বেনেডিক্টের মৃত্যু

মারা গেছেন ভ্যাটিকান সিটির সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৫ বছর।

স্থানীয় সময় শনিবার (৩১ ডিসেম্বর) সকালে ভ্যাটিকান সিটির বাসভবনে তাঁর মৃত্যু হয়।

এক বিবৃতিতে ভ্যাটিকান কর্তৃপক্ষ জানায়, শনিবার সকাল ৯টা ৩৪ মিনিটে ভ্যাটিকানের সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট প্রয়াত হয়েছেন।

প্রায় ৮ বছর ভ্যাটিকান গির্জার পোপের দায়িত্ব পালন করেন ষোড়শ বেনেডিক্ট। ২০১৩ সালে তিনি পদত্যাগ করেন। তিনিই ছিলেন স্বেচ্ছায় পোপের পদ থেকে সরে যাওয়া দ্বিতীয় ব্যক্তি। তাঁর আগে ১৪১৫ সালে দ্বাদশ গ্রেগরি পোপের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।

বেনেডিক্ট তাঁর জীবনের শেষ বছরগুলি কাটাচ্ছিলেন ভ্যাটিকানের মেটার ইক্লেসিয়া মঠে। তাঁর উত্তরসূরি পোপ ফ্রান্সিস মাঝেমধ্যেই তাঁকে দেখতে সেখানে যেতেন বলে জানিয়েছেন। প্রায় দশ বছর ধরে ষোড়শ বেনেডিক্ট শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। কয়েক দিন ধরে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছিল।

১৯২৭ সালের ১৬ এপ্রিল জার্মানির মার্কটলে ষোড়শ বেনেডিক্টের জন্ম। তাঁর আসল নাম জোসেফ রেটজিঙ্গার। ২০০৫ সালে ৭৮ বছর বয়সে ভ্যাটিকানের পোপ নির্বাচিত হন। তিনি পোপ থাকাকালীন যাজকদের ওপর শিশু নির্যাতনের আঙুল উঠেছিল। এর ফলে বিতর্কের মুখেও পড়েছিলেন ষোড়শ বেনেডিক্ট।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!