পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। ক্ষমতা গ্রহণের ছয় সপ্তাহের মাথায় পদত্যাগ করলেন কনজারভেটিভ দলের এই নেতা। একই সঙ্গে তিনি দলের দায়িত্ব থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) ডাউনিং স্ট্রিট থেকে দেওয়া ভাষণে ট্রাস বলেছেন, তিনি কনজারভেটিভ পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের বিষয়ে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসকে জানিয়েছেন।
পদত্যাগের কারণ সম্পর্কে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, যে প্রতিশ্রুতি দিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন, তা বাস্তবায়ন করতে না পারায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
চলতি বছরের ৬ সেপ্টেম্বর ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ট্রাস। কিন্তু ৪৫ দিনের মাথায় পদত্যাগ করতে হলো তাকে। এর মধ্যে দিয়ে ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে কম সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী হিসেবে নিজের নাম লেখালেন ট্রাস। এর আগে জর্জ ক্যানিং ছিলেন দেশটির ইতিহাসের সবচেয়ে কম সময় ক্ষমতায় থাকার প্রধানমন্ত্রী। তিনি ১১৯ দিন ক্ষমতায় ছিলেন।