• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২,

বলসোনারোকে হারিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২২, ১০:৪৩ এএম
বলসোনারোকে হারিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা। অনেক অপেক্ষার পর শেষ হল প্রেসিডেন্ট নির্বাচন এবং নতুন নেতৃত্ব পেল দেশটি।

বিবিসি জানায়, ৫০.৯ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ৭৭ বছর বয়সী এই নেতা। এর আগে ২০০৩-২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুলা। ২০১৮ সালে ঘুষ নেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। ফলে সেবছর নির্বাচনে অংশ নিতে পারেননি তিনি। ৫৮০ দিন জেলে থাকার পর তার বিরুদ্ধে থাকা অভিযোগ তুলে নেওয়া হয়।

জেল থেকে ফিরেই নির্বাচনে জিতে আবারো ব্রাজিলের প্রেসিডেন্ট হয়ে গেলেন তিনি। বিজয় ভাষণে লুলা বলেন, “ওরা আমাকে জীবন্ত কবর দিতে চেয়েছিল, আর এখন আমি এখানে।”

নির্বাচনের আগে করা মতামত জরিপে লুলাই নির্বাচিত হবেন বলে ধারনা করা হয়েছিল। তবে নির্বাচনের প্রথম ধাপে তার অবস্থান আশানুরূপ ছিল না। তবে পরের ধাপে জিতেই গেলেন তিনি। যদিও লুলা আর বলসোনারোর মধ্যে ভোটের পার্থক্য খুবই কম।

নির্বচনের ফল ঘোষণার পর উৎসব আর কান্নায় আপ্লুত হয় ব্রাজিল। ডানপন্থী নেতা বলসোনারোর সমর্থকরা তাকে চোখের পানিতে বিদায় জানায়। অন্যদিকে লুলার সমর্থকরা বিজয় উৎসবে মেতে ওঠে।

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!