ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারে হঠাৎ বোমা সতর্কতায় পুরে টাওয়ার প্রাঙ্গণ খালি করে ফেলা হয়। শনিবার (১২ আগস্ট) এ ঘটনার পর আবার দর্শনার্থীদের জন্য টাওয়ার এলাকা খুলে দেওয়া হয়েছে। ফ্রান্স বিএফএমটিভির বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানায়।
বিএফএমটিভি জানায়, দ্রুততম সময়ের মধ্যে আইফেল টাওয়ার এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। টাওয়ারসংলগ্ন সড়কগুলোর গাড়িও অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া হয়।
আইফেল টাওয়ারের দেখভালের দায়িত্বে থাকা কোম্পানি এসইটিইর একজন মুখপাত্র বলেন, এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই ব্যবস্থা নেওয়া হয়েছে।
ফ্রান্সে পুরো টাওয়ার প্রাঙ্গণ খালি করে ফেলার দৃশ্য অবশ্য বিরল হলেও এবারই প্রথম নয়। ২০১৯ সালেও একবার আইফেল টাওয়ার এলাকা খালি করে ফেলা হয়, কারণ একজন জীবনের ঝুঁকি নিয়ে টাওয়ার বেয়ে ওপরের দিকে উঠছিলেন।