• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

মালয়েশিয়া যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ১৭


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩, ০৯:৩৬ পিএম
মালয়েশিয়া যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ১৭

মিয়ানমার থেকে মালয়েশিয়া যাওয়ার পথে নৌকা ডুবে ১৭ রোহিঙ্গা নিহত হয়েছেন। দেশটির রাখাইন রাজ্যের সিতওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

মৃতদের মধ্যে ১০ জন নারী ও ৭ জন পুরুষ। তারা সবাই রোহিঙ্গা মুসলিম বলে জানিয়েছেন শেউই ইয়াং মাতা ফাউন্ডেশন নামের উদ্ধারকারী দলের মুখপাত্র বাই লাট। তিনি আরও জানান, এই ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ৮ জনকে। তাদের স্থানীয় থানায় রাখা হয়েছে।

সিতওয়ে থানার এক পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “নৌকায় ৩ মাঝিসহ মোট ৫৮ জন ছিলেন। তারা সমুদ্রের মাঝে ঝড়ের কবলে পড়েন। তখন বিশাল ঢেউয়ে তাদের নৌকা ডুবে যায়।”

নিখোজ ৩৩ জনের সন্ধানে স্থানীয় পুলিশ এবং উদ্ধারকারী ফাউন্ডেশনের যৌথ অভিযান চলছে।

Link copied!