• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বাইডেনকে হত্যার হুমকিদাতা গুলিতে নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩, ০৩:১৭ পিএম
বাইডেনকে হত্যার হুমকিদাতা গুলিতে নিহত
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার হুমকিদাতা ব্যক্তি দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) গুলিতে নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির নাম ক্রেগ রবার্টসন।

বুধবার (৯ আগস্ট) স্থানীয় সময় ভোর সোয়া ৬টায় ওটাহ রাজ্যের সল্টলেক সিটির দক্ষিণে প্রোভো শহরে অভিযানটি চালানো হয়। অভিযান চালানোর আগে তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ফেসবুকে বন্দুকের ছবি পোস্ট করে প্রেসিডেন্ট বাইডেন এবং ম্যানহাটানের জেলা অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগকে হত্যার হুমকি দেন রবার্টসন। প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র তারকাকে মুখ বন্ধ রাখতে গোপনে ট্রাম্পের টাকা দেওয়ার অভিযোগ তদন্তের নেতৃত্বে ছিলেন ব্র্যাগ।  

অভিযোগ অনুসারে, মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এবং নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসকেও হুমকি দিয়েছেন রবার্টসন।

অভিযোগে আরও বলা হয়, ট্রাম্পের মালিকানাধীন সামাজিক নেটওয়ার্ক ট্রুথ সোশালে ব্র্যাগকে হুমকি দিয়ে একটি পোস্ট করেন রবার্টসন। মার্চে বিষয়টি ফেডারেল এজেন্টদের নজরে আসে। সংস্থাটি তখন এফবিআইয়ের ন্যাশনাল থ্রেট অপারেশন সেন্টারকে বিষয়টি জানায়।

রবার্টসন এক ফেসবুক পোস্টে লেখেন, “শুনেছি বাইডেন উটাহ আসছেন। পুরোনো স্যুট বের করছি। এম২৪ স্নাইপার রাইফেলের ধুলা পরিষ্কার করছি।”

এফবিআই এজেন্টরা তখন রবার্টসনের সঙ্গে দেখা করেন। এজেন্টদের তিনি জানিয়েছিলেন, এসব পোস্ট তার ‘কল্পনা’।

মঙ্গলবার (৮ আগস্ট) আরেকটি পোস্টে রবার্টসন লেখেন, “উটাহ সম্ভবত চলতি সপ্তাহে বিখ্যাত হয়ে উঠবে। কারণ একজন স্নাইপার মার্কসবাদী বাইডেনকে শেষ করে দেবেন।”

এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি এফবিআই।

Link copied!