ভেঙে ১০০ টুকরা হয়ে গেল স্যাটেলাইটটি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৮, ২০২৪, ০২:৫৫ পিএম
ভেঙে ১০০ টুকরা হয়ে গেল স্যাটেলাইটটি
প্রতীকী ছবি

মহাকাশে পাঠানো একটি রুশ স্যাটেলাইট ভেঙে গেছে। এটি ভেঙে শতাধিক টুকরা হয়ে গেছে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে এটি পৃথিবীর জন্য কোনো হুমকি তৈরি করবে না বলেই মনে করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, ২০২২ সালে আরইএসইউআরএস-পিওয়ান নামের এই স্যাটেলাইট মহাকাশের কক্ষপথে বসানো হয়। এর কাজ ছিল পৃথিবী পর্যবেক্ষণ করা। বুধবার (২৬ জুন) এটি ভেঙে যায়। তবে ভেঙে যাওয়ার কারণ এখনো জানা যায়নি।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) কাছেই অরবিটে এই স্যাটেলাইট ভেঙে যায়। এ ঘটনার পর মহাকাশ স্টেশনের বোর্ডে থাকা মহাকাশচারীরা মহাকাশযানে আশ্রয় নিতে বাধ্য হন। প্রায় এক ঘণ্টার মতো তারা ওই মহাকাশ স্টেশনে আশ্রয় নেন বলে জানা যায়।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!