• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬

পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২, ০৮:৩০ এএম
পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনওয়ার একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৯ জন শ্রমিক নিহতের খবর পাওয়া গেছে।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় বুধবার এই ঘটনা ঘটে। কয়লাকারখানায় ওই সময় ১৩ জন শ্রমিক কাজ করছিলেন। হঠাত্ বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই ৯ শ্রমিক নিহত হন। সেখান থেকে ৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পাকিস্তানের অভ্যন্তরীণ কয়লার মজুতের জন্য খাইবার পাখতুনওয়া বেশ পরিচিত। দেশটির খনি দপ্তরের কর্মকর্তারা জানান, খনি থেকে জ্বালানি গ্যাসের নিঃস্বরণ করার সময় ঘটনাটি ঘটে। বিস্ফোরণ জ্বালানি গ্যাসের নিঃস্বরণের জন্যই হতে পারে। 

খাইবার পাখতুনওয়া পুলিশের উপ কমিশনার আদনান ফরিদের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, প্রদেশের ওরাকজি জেলায় এই ঘটনা ঘটেছে। জীবিত উদ্ধার ৪ জন স্থানীয় হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।

Link copied!