• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

লাদাখে গাড়ি খাদে পড়ে ৯ ভারতীয় সেনা নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৩, ১০:০১ এএম
লাদাখে গাড়ি খাদে পড়ে ৯ ভারতীয় সেনা নিহত

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের একটি সড়ক থেকে নদীতে গাড়ি ছিটকে পড়ে দেশটির সামরিক বাহিনীর অন্তত ৯ সদস্য নিহত হয়েছেন।

শনিবার (১৯ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাদাখের লেহ থেকে দেড়শ কিলোমিটার দূরের এক সড়কে এই দুর্ঘটনা ঘটেছে।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়, মৃত ৯ সেনার মধ্যে জওয়ান ছাড়াও রয়েছেন একজন সেনা কর্মকর্তা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে দুজনকে।

সেনা কর্মকর্তারা জানিয়েছেন, কারু গ্যারিসন থেকে লেহর দিকে যাচ্ছিল গাড়িটি।

এই ঘটনায় পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ টুইটারে লেখেন, “লাদাখের কাছে সড়ক দুর্ঘটনায় ৯ ভারতীয় সেনার মৃত্যুর খবর শুনে গভীরভাবে মর্মাহত। আমার সমবেদনা রইল শোকাহত পরিবারের জন্য। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

Link copied!