পাকিস্তান

সন্ত্রাসীদের হামলায় ৪ পুলিশসহ ৮ জন নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ১২:২৩ পিএম
সন্ত্রাসীদের হামলায় ৪ পুলিশসহ ৮ জন নিহত
ছবি : সংগৃহীত

দুর্বৃত্তদের গুলিতে পাঞ্জাবের চার শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বেলুচিস্তানের কালাত জেলায়। একইভাবে নোশকি জেলায় ৪ পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের।

কালাতের ডেপুটি কমিশনার (ডিসি) ক্যাপ্টেন জামিল বালোচ একটি বিবৃতিতে বলেছেন, বেলা আড়াইটার দিকে কালাতের মাঙ্গোচর শহরের মালংজাই এলাকায় অজ্ঞাত হামলাকারীরা গুলি চালিয়ে চার শ্রমিককে হত্যা করে।

শ্রমিকরা একসঙ্গে পাঁচজন থাকলেও একজন বেঁচে গেছেন। তারা সবাই সাদিকাবাদের বাসিন্দা এবং বোরওয়েল ড্রিলার হিসাবে কাজ করছিলেন।

অপর দিকে নোশকির সিনিয়র পুলিশ সুপার হাশেম খান বলেছেন, মোটরসাইকেল আরোহী সশস্ত্র ব্যক্তিরা গরিবাবাদ এলাকায় টহলরত পুলিশের একটি দলের ওপর গুলি চালালে ঘটনাস্থলেই চার পুলিশ সদস্য নিহত হন। তবে কোনো গোষ্ঠী এখনো হামলার দায় স্বীকার করেনি।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, নিরাপরাধ শ্রমিক ও বেসামরিক নাগরিকদের টার্গেট করা খুবই নৃশংস ও নিন্দনীয় কাজ।

অন্যদিকে এক্সে করা একটি পোস্টে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এই হামলাকে ‘সন্ত্রাসবাদের নৃশংস কাজ’ বলে নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, শহীদদের রক্তের কড়া জবাব দেওয়া হবে, যা রাষ্ট্রবিরোধীদের জন্য উদাহরণ হিসেবে থাকবে।

Link copied!