• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

অফিস ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৮


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৫, ২০২৪, ১২:০৬ পিএম
অফিস ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৮

রাশিয়ার রাজধানী মস্কোর কাছে একটি অফিস ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) রাজধানী থেকেও প্রায় ২৫ কিলোমিটার উত্তর-পূর্বের ফ্রায়জিনোর অফিস ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দেশটির জরুরি সেবা মন্ত্রণালয়ের কর্মকর্তারেদ বরতা দিয়ে বিবিসি জানিয়েছেন, আগুন নেভাতে শতাধিক বিশেষজ্ঞ ও দুটি হেলিকপ্টার কাজ করেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় মাত্র একজনকে উদ্ধার করা হয়েছে। কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তবে প্রত্যক্ষদর্শীরা তাস বার্তা সংস্থাকে জানিয়েছেন, ভবনের ছয়তলায় আগুন লেগে পরে তা ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আট তলা ভবনের উপরতলা থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে।

আঞ্চলিক গভর্নর আন্দ্রে ভোরোবিভ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, আগুন ছড়িয়ে যাওয়ার পর জানালা থেকে ঝাঁপ দেওয়ার পরে দুজন নিহত হন এবং অফিসের ভেতরে আগুনে ছয়জন মারা যায়। ভবনটি থেকে উদ্ধার করা ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া আহত দুই দমকলকর্মীকেও চিকিৎসা দেওয়া হয়েছে।

Link copied!