• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৭১


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৩, ১২:১২ পিএম
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৭১
গাজায় ইসরায়েলি বিমান হামলায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে

স্থল অভিযানের আগে গাজায় বিমান হামলা জোরদার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বিমান হামলায় রাফায় ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল-জাজিরা। এ ছাড়া খান ইউনুস এলাকায় তিনটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। সব মিলিয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২ হাজার ৮০০ ছাড়িয়েছে।

আল-জাজিরা আরও জানায়, রাফা ও খান ইউনিসের বাড়িগুলোকে লক্ষ্য করে বোমা হামলায় আরও কয়েক শ মানুষ আহত হয়েছেন।

এদিকে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা রাতে গাজা উপত্যকায় হামাসকে লক্ষ্য করে ২০০টির বেশি হামলা চালিয়েছে।

সোমবার রাত এবং মঙ্গলবার ভোরের দিকে ইসরায়েল যেসব বোমা হামলা চালিয়েছে তার বেশির ভাগই দক্ষিণ গাজাকে লক্ষ্য করে চালানো হয়।

৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। এ হামলায় ১ হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ।

এরপর থেকে গাজা উপত্যকায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। বিমান হামলার পাশাপাশি গাজার সীমান্তপ্রাচীরের কাছে অবস্থান নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর শত শত ট্যাংক। গাজায় অব্যাহত বিমান হামলার মধ্যেই গত শনিবার ট্যাংকগুলো গাজার কাছে নিয়ে আসা শুরু হয়। যেকোনো সময় গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরু হতে পারে।

Link copied!