ভারতের মহারাষ্ট্রের থানেতে একটি নির্মাণাধীন ভবনের লিফট ছিঁড়ে অন্তত সাত শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।
প্রতিবেদনে বলা হয়, রোববার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শ্রমিকরা বারান্দায় ওয়াটারপ্রুফিংয়ের কাজ শেষ করে নির্মাণাধীন ৪০ তলা ভবনটি থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।
থানের দুর্যোগ ব্যবস্থাপনা সেলের প্রধান ইয়াসিন তাদভি বলেন, ধারণা করা হচ্ছে লিফটের একটি সাপোর্টিং তার ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, এটি মূল লিফট নয়। এটি একটি নির্মাণকাজের লিফট, যা ৪০ তলা থেকে বিধ্বস্ত হয়ে পি৩ (পার্কিং এলাকায় তিন স্তরের মাটির নিচে) পড়েছিল।
প্রত্যক্ষদর্শীরা দ্রুত স্থানীয় ফায়ার সার্ভিস ও থানায় খবর দেন। তাৎক্ষণিক উদ্ধার তৎপরতার পরও, পাঁচজন শ্রমিক ঘটনাস্থলে মারা যান।
এ ঘটনার দুঃখ প্রকাশ করে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, “মর্মান্তিক, থানেতে লিফট দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
কর্তৃপক্ষ লিফট ধসে পড়ার কারণ অনুসন্ধান করছে।