রাশিয়ার রাজধানী মস্কোর একটি নির্মাণাধীন ভবনে ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে মস্কোর মেয়র সেরগেই সোবিয়ানিন। এছাড়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর মোঝাইস্ক ও খিমকি জেলায় দুইটি ড্রোন ভূপাতিত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এ হামলা কারা চালিয়েছে তা এখনো জানা যায়নি। হামলার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই নিয়ে টানা ছয় রাত মস্কো অঞ্চলে আকাশ পথে হামলা হলো বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার কর্মকর্তারা এই ঘটনাকে ‘ইউক্রেনের আরেকটি সন্ত্রাসী হামলা চালানোর প্রচেষ্টা’ বলে অভিহিত করেছেন।
বুধবার (২৩ আগস্ট) রাতে মস্কো সিটি কমপ্লেক্সে নির্মাণাধীন ভবনে আঘাত হানতে যাওয়া ড্রোনটিকে ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরে ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে সেই ভবনের ওপর আছড়ে পড়ে।
মস্কোর মেয়র জানান, এ হামলায় ভবনটির বিপরীত দিকের দুটি ভবনের বেশ কয়েকটি জানালা ভেঙে গেছে। ইমার্জেন্সি সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বলেও তিনি জানান।
ইউক্রেন এখনো রাশিয়ার ভেতরে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এর আগে সোমবার (২১ আগস্ট) সকালে এক ড্রোন হামলায় রাশিয়ার একটি সুপারসনিক বিমান ধ্বংস হয়।