• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

চীনের আইফোন কারখানায় শ্রমিকদের বিক্ষোভ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২, ০৬:৫৪ পিএম
চীনের আইফোন কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

চীনের ঝেংঝু প্রদেশে অবস্থিত আইফোন তৈরির কারখানায় বিক্ষোভ করছেন শ্রমিকরা। এই কারখানাটি বিশ্বের সবচেয়ে বড় আইফোন কারখানা।

মজুরি নিয়ে অস্পষ্টতার কারণেই এই বিক্ষোভ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এক বিবৃতিতে ফক্সকন কারখানা জানিয়েছে, মজুরি নিয়ে শ্রমিকদের মধ্যে সন্দেহ রয়েছে। তবে তারা শ্রমিকদের সাথে করা চুক্তি অনুসারেই মজুরি পরিশোধ করবে।

গত মাসে ঝেংঝুতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার পর লকডাউন জারি করে স্থানীয় কর্তৃপক্ষ। ফলে কিছু শ্রমিক কারখানা ছেড়ে বাড়িতে চলে যায়। তখন ফক্সকন কর্তৃপক্ষ বাধ্য হয়ে নতুন শ্রমিক নিয়োগ দেয়। সেসময় লোভনীয় বোনাসের প্রতিশ্রুতি দেয় তারা।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সহিংসতা দমনে তারা কর্মী ও স্থানীয় সরকারের সঙ্গে কাজ করবে।

অনলাইনে প্রচারিত একটি ভিডিও ফুটেজের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে। ভিডিওতে দেখা গেছে, শ্রমিকরা মিছিল করছেন। এসময় পুলিশের মুখোমুখি অবস্থান নেয় বিক্ষোভকারীরা।

সরাসরি প্রচারিত এসব ভিডিও ফুটেজে দাবি করা হয়েছে, শ্রমিকদের পিটিয়েছে পুলিশ। ভিডিওতে সংঘর্ষের চিত্রও দেখা গেছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!