• ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২, ১০ মুহররম ১৪৪৬

ভারতে সামরিক ঘাঁটিতে গোলাগুলি, নিহত ৪ সেনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৩, ১০:৫১ এএম
ভারতে সামরিক ঘাঁটিতে গোলাগুলি, নিহত ৪ সেনা

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের একটি সামরিক ঘাঁটিতে ‘গোলাগুলির ঘটনায়’ অন্তত চারজন সেনা সদস্য নিহত হয়েছেন।

বুধবার (১২ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, আজ সকালে এ ঘটনা ঘটে।

দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, বাথিন্ডা সামরিক ঘাঁটির অভ্যন্তরে ভোর ৪টা ৩৫ মিনিটের দিকে গুলি চালানোর ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হয়ে চার জনের মৃত্যু হয়েছে। কুইক রিঅ্যাকশন টিমকে মোতায়েন করা হয়। গোটা এলাকা ঘিরে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ঘটনায় আরও চারজন মারাত্মকভাবে আহত হয়েছেন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে কথা বলার সময়, বাথিন্ডার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) গুলনীত সিং খুরানা জানিয়েছেন, ঘটনাটি “সন্ত্রাসী হামলা নয়”। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কোনো সেনা জওয়ান গুলি চালিয়েছেন। তাতেই গুলিবিদ্ধ হয়েছেন বাকিরা। সেনাবাহিনীর অভ্যন্তরণী বিষয় হতে পারে।

সংবাদমাধ্যমটির একটি সূত্র জানিয়েছে, কয়েকদিন আগে স্টেশনের একটি আর্টিলারি ইউনিট থেকে বেশ কিছু অস্ত্র হারিয়ে গিয়েছিল। এই হারিয়ে যাওয়া অস্ত্রগুলো উদ্ধারেও অনুসন্ধান অভিযান চলছে।

Link copied!