• ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২, ১৬ মুহররম ১৪৪৬

গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান থেকে দেশে ফিরলেন ৩৬০ ভারতীয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৩, ০৪:০৩ পিএম
গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান থেকে দেশে ফিরলেন ৩৬০ ভারতীয়

যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে দেশে ফিরেছেন ৩৬০ জন ভারতীয়। বুধবার (২৬ এপ্রিল) রাতে তারা নয়াদিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ‘অপারেশন কাবেরী’র মাধ্যমে তাদের দেশে ফেরানো হয়েছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর টুইটে লিখেছেন, ভারত তার নাগরিকদের স্বাগত জানাল। সুদান থেকে প্রথম ফ্লাইট নয়াদিল্লিতে পৌঁছেছে। ‘অপারেশন কাবেরী’ ৩৬০ জন ভারতীয় নাগরিককে স্বদেশে ফিরিয়ে নিয়ে এলো।

ভারতীয়রা দেশে ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সেনাদের কৃতজ্ঞতা জানিয়েছেন।

জানা গেছে, সুদানে গৃহযুদ্ধের জেরে আটকে পড়েছেন হাজারের বেশি ভারতীয়। তবে তাদের উদ্ধারে কাজ চলছে। শিগগিরই তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করবেন সরকার। প্রায় দুই সপ্তাহ আগে সুদানে সেনা-আধা সেনার মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে প্রায় ৪৫০ জন প্রাণ হারিয়েছেন।

সোমবার (২৪ এপ্রিল) রাত থেকে সুদানে ৩ দিনের যুদ্ধবিরতি চলছে। ওইদিন যুদ্ধ বিরতিতে সম্মত হয় সংঘাতে লিপ্ত হওয়া সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)।

Link copied!