১২২ বছর যাবত সংরক্ষিত রাষ্ট্রীয় কামানবাহী গাড়ি দিয়ে রানির কফিন নিয়ে যাওয়া হচ্ছে ওয়েলিংটন আর্চে। এই গাড়িতে করেই রানি এলিযাবেথের দাদী রানি ভিক্টোরিয়া, বাবা রাজা জর্জ, এবং তার প্রথম প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিলের কফিন বহন করা হয়েছিল। প্রায় আড়াই টন ওজনের গাড়িটিকে দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছেন ১৪২ জন নৌ সদস্য।
পদযাত্রাটি প্রায় এক মাইল লম্বা। প্যারেড শেষ হতে সময় নেবে প্রায় ৪৫ মিনিট।
সেখানকার আনুষ্ঠানিকতা শেষে তার কফিন নিয়ে যাওয়া হবে উইন্ডসোর প্রাসাদে।
উইন্ডসোর প্রাসাদে রানির কফিনের পাশে একান্ত কিছু সময় কাটাবেন রানির পরিবার। এরপর প্রাসাদের কবরস্থানে স্বামী প্রিন্স ফিলিপের পাশে শায়িত হবেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
                
              
																                  
                                                        
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    





































