• ঢাকা
  • রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে রাশিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২২, ১১:০২ এএম
ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে রাশিয়া

ইউক্রেনীয় বাহিনী আক্রমণ জোরদারের পর উত্তর-পূর্ব ইউক্রেনের একটি শহর থেকে পিছু হটেছে রুশ সেনারা। এর মাধ্যমে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রধান একটি ঘাঁটির পতন হল।

মার্চ মাসের শেষ দিকে রাজধানী কিয়েভ থেকে সৈন্যদের খারকিভে পাঠায় রাশিয়া। তবে স্থানীয় সময় শনিবার খারকিভ প্রদেশের ইজিয়ামে রুশ ঘাঁটির দ্রুত পতন ঘটে।

হাজার হাজার রুশ সেনা তাদের গোলাবারুদ ও সরঞ্জাম ছেড়ে পালিয়ে যায়। এটি যুদ্ধে এ পর্যন্ত মস্কোর সবচেয়ে বড় পরাজয় হিসেবে উল্লেখ করেছে আল-জাজিরা।

যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ইজিয়ামের আশেপাশের এলাকা ত্যাগ করে সেনাদের দোনেৎস্কের অন্যত্র অভিযান জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

ছয় মাসব্যাপী চলমান যুদ্ধে রুশ বাহিনী অভিযান পরিচালনার প্রধান কেন্দ্র হিসেবে ইজিয়াম শহরটিকে ব্যবহার করে আসছিল। সেখান থেকেই দোনেৎস্ক ও লুহানস্কসহ দনবাস অঞ্চলের উত্তর থেকে আক্রমণ পরিচালনা করেছে রুশ সেনারা।

সামরিক ঘাঁটির পতনের পর খারকিভের রুশ প্রশাসনের প্রধান সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বা রাশিয়ায় পালিয়ে যেতে আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!