• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

মরক্কোয় বাস উল্টে নিহত ২৪


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৩, ০৯:২৯ এএম
মরক্কোয় বাস উল্টে নিহত ২৪

মরক্কোয় একটি মিনিবাস উল্টে ২৪ জন নিহত হয়েছেন। রোববার (৬ আগস্ট) দেশটির পাহাড়ি এলাকা আজিলাল প্রদেশে এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল-জাজিরা।

মরক্কোর জাতীয় বার্তা সংস্থা এমএপিকে জানায়, বাসটি দেমনাত শহরে যাচ্ছিল। সেখানকার সাপ্তাহিক বাজারে যাওয়ার জন্য বাসটিতে অনেক যাত্রী ছিল। দুর্ঘটনার খবর শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশের বিশেষায়িত বাহিনী ও উদ্ধারকারী দল পাঠানো হয়।

নিহতদের মরদেহ দেমনাত হাসপাতালে রাখা হয়েছে। হাসপাতালের পরিচালক ইউসুফ মাখলুফি বলেন, দুর্ঘটনায় বাসটির সব যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত দুজন নারী ও একটি শিশু রয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত গ্রীষ্মে দেশটির বাণিজ্যিক রাজধানী কাসাব্লাঙ্কার একটি সড়কে দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছিল।

Link copied!