• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

২০০ সেনাকে অপহরণ করেছে সাবেক প্রেসিডেন্টের সমর্থকেরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ১১:১০ এএম
২০০ সেনাকে অপহরণ করেছে সাবেক প্রেসিডেন্টের সমর্থকেরা
ছবি : সংগৃহীত

সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে অন্তত ২০০ সেনাসদস্যকে অপহরণ করে নিয়ে গেছে সশস্ত্র সন্ত্রাসীরা। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় এ ঘটনা ঘটে। রোববার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সশস্ত্র হামলাকারীরা বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থক বলে ধারণা করা হচ্ছে। সিনএনএন বলেছে, স্থানীয় টেলিভিশনে প্রচারিত খবরে অপহৃত সেনাদের পিঠের পেছনে হাত বাঁধা অবস্থায় দেখা গেছে। তাদের ঘিরে রেখেছে সশস্ত্র হামলাকারীরা।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বলিভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সশস্ত্র সমর্থকেরা দেশের ২০০ সৈন্যকে জিম্মি করে নিয়ে গেছে। এ ছাড়া হামলাকারীরা সামরিক ঘাঁটি থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট করেছে।

তিনটি সামরিক ইউনিটে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বলিভিয়ার সমারিক বাহিনী জানিয়েছে, বলিভিয়ার কোচাবাম্বা শহরের কাছে একটি সামরিক ঘাঁটি ওই সশস্ত্র গোষ্ঠী নিয়ন্ত্রণে নিয়েছে।
 

Link copied!