• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

নাগার্নো-কারাবাখে নিহত ২০০, আর্মেনিয়াতে বিক্ষোভ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৩, ১১:০১ এএম
নাগার্নো-কারাবাখে নিহত ২০০, আর্মেনিয়াতে বিক্ষোভ
আর্মেনিয়ায় বিক্ষোভকারীরা পুলিশেকে লক্ষ্য করে বোতল ও পাথর ছুঁড়ে । সংগৃহীত

নাগার্নো-কারাবাখে আজারবাইজানের সামরিক অভিযানে অন্তত ২০০ জন নিহত ও ৪০০ জনের বেশি আহত হয়েছেন বলে দাবি করেছেন অঞ্চলটির এক বিচ্ছিন্নতাবাদী আর্মেনিয়ান মানবাধিকার কর্মকর্তা। খবর আল-জাজিরার।

বিচ্ছিন্নতাবাদী আর্মেনিয়ান ওই মানবাধিকার কর্মকর্তা গেঘাম স্টেপানিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক বার্তায় বলেন, “বিচ্ছিন্ন ওই অঞ্চলে আজারবাইজানের হামলায় কমপক্ষে ২০০ জন নিহত ও আরও ৪০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।” 

নিহতদের মধ্যে অন্তত ১০ জন বেসামরিক নাগরিক রয়েছেন এবং যাদের মধ্যে পাঁচজন শিশু বলে দাবি করেছেন স্টেপানিয়ান।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নাগার্নো-কারাবাখের ঘটনায় আর্মেনিয়া সরকারের ভূমিকা নিয়ে বিক্ষোভ হয়েছে দেশটির রাজধানীতে। বিক্ষোভকারীরা পুলিশের উদ্দেশ্যে বোতল ও পাথর ছুঁড়ে এ সময়।

পুলিশ স্টান গ্রেনেড ব্যবহার করেছে এবং একাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের কার্যালয়ের প্রবেশপথের সামনে সংঘর্ষ অব্যাহত থাকলে তারা ‘বিশেষ ব্যবস্থা’ গ্রহণ করবে।

নাগার্নো-কারাবাখ একটি ভূমিঘেরা অঞ্চল যা আজারবাইজানের সীমানার মধ্যে অবস্থিত। এটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসাবে স্বীকৃত। কিন্তু প্রায় ১ লাখ ২০ হাজার জাতিগত আর্মেনিয়ানদের আবাসস্থল। যারা এর জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ এবং আজারবাইজানের শাসন প্রত্যাখ্যান করে। এই অঞ্চলের নিজস্ব ডি-ফ্যাক্টো সরকার রয়েছে। যাকে সমর্থন করে আর্মেনিয়া। তবে এটি আনুষ্ঠানিকভাবে আর্মেনিয়া বা অন্য কোন দেশ দ্বারা স্বীকৃত নয়।

Link copied!