• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২,

রুশ হামলায় ইউক্রেনে নিহত প্রায় ২০০


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০৪:৪০ পিএম
রুশ হামলায় ইউক্রেনে নিহত প্রায় ২০০

ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৯৮ জনে। তাদের মধ্যে অন্তত তিন শিশু রয়েছে। ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই খবর জানিয়েছে আল-জাজিরা।

ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো বলেন, “রুশ বাহিনীর হাতে এখনও পর্যন্ত ১৯৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়াও ৩৩ শিশুসহ আহত হয়েছে ১ হাজার ১১৫ জন।

স্বাস্থ্যমন্ত্রী তার ফেসবুকে অ্যাকাউন্টের এক পোস্টে এসব তথ্য উল্লেখ করেন।

শনিবার রাশিয়ার সামরিক বাহিনীর তীব্র আক্রমণের পর ইউক্রেনের রাজধানী কিয়েভের রাস্তায় রাস্তায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ভোর থেকেই কিয়েভে ব্যাপক হামলা শুরু করেছে রুশ বাহিনী। কিয়েভের শহর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বাসিন্দাদের বাড়ির জানালার কাছে বা ব্যালকনিতে না যেতে সতর্ক করেছে।

হামলা শুরুর পর থেকেই শহরজুড়ে ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। এ পরিস্থিতিকে শত্রুপক্ষকে শক্তভাবে রুখে দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই পরিস্থিতিতে দেশ ছেড়ে পালাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। রুশ হামলার মুখে কিয়েভ থেকে নিরাপদ সরিয়ে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!