আফগানিস্তানে বিভিন্ন ঘটনায় গত দুই মাসে অন্তত আটজন বিদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে তালেবান সরকার। সিএনএন জানায়, ক্ষমতা দখলের পর দেশটিতে বসবাসকারী পশ্চিমা নাগরিকদের বিরুদ্ধে তালেবানদের তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
তবে আটককৃতদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। আফগানিস্তান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে সাতজন ব্রিটিশ ও দুইজন মার্কিন নাগরিক রয়েছে।
আফগানিস্তানের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ এক টুইটে জানান, ‘নয়জন’ পশ্চিমা নাগরিককে ‘অপহরণ’ করেছে তালেবান। এদের মধ্যে বিবিসির সাংবাদিক অ্যান্ড্রু নর্থে ও পিটার জুভেনালের নাম উল্লেখ করেন তিনি।
জুভেনালের আটকের বিষয়টি তার পরিবার ও বন্ধুরা সিএনএনকে নিশ্চিত করে। তবে এসব আটকের কারণ এখনও অস্পষ্ট বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানে আটক বেশ কয়েক ব্রিটিশকে আমরা সহায়তা দিচ্ছি। তবে ঠিক কতজন ব্রিটিশ নাগরিক আফগানিস্তানে আটক আছেন বা কারা তাঁদের আটক করেছে সে বিষয়ে বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    





































