• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ইরাকে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৩, ১১:০৯ এএম
ইরাকে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত
ছবি: সংগৃহীত

ইরাকে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত  হয়েছেন আরও ১৩ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

শনিবার (২ সেপ্টেম্বর) সকালে ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলীয় সালাহউদ্দিন প্রদেশের দুটি শহরের সংযোগকারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহতদের অধিকাংশ ইরানের অধিবাসী।

সালাহ আল-দিন স্বাস্থ্যবিষয়ক মহাপরিচালক খালেদ বুরহান জানান, দুজাইল ও সামারার সংযোগ সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। 

স্থানীয় চিকিৎসকদের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, দুর্ঘটনায় ১৩ জন আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থার মতে, ২০২২ সালে ইরাকে ১১ হাজার ৫২৩টি সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। এতে ৩ হাজারে অধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

Link copied!