করোনা সংক্রমণ প্রতিরোধে আরোপ করা বিধিনিষেধ প্রত্যাহার করেছে ইংল্যান্ড। যদিও যুক্তরাজ্যের অন্যান্য অঞ্চলে এখনো এ বিষয়ে কোন ঘোষণা আসেনি।
বিবিসি জানায়, স্থানীয় সময় সোমবার ইংল্যান্ডের অধিকাংশ বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। তবে স্বাস্থ্যবিধির ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
ফলে সামাজিক মেলামেশা আর অনুষ্ঠানে যোগ দেওয়ার ব্যাপারে আর কোন বিধিনিষেধ থাকছে না। সবাইকে মাস্ক পরতে পরামর্শ দেওয়া হলেও কোনরূপ জরিমানা করা হবে না।
সারা বিশ্বে করোনার ডেলটা ধরনের ছড়িয়ে পড়ার মাঝেই যুক্তরাজ্য এমন পদক্ষেপের সমালোচনা করছেন বিশেষজ্ঞরা। যদিও বরিস জনসন মনে করছেন বিধিনিষেধ প্রত্যাহারের এখনই সঠিক সময়।







































