• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘের ১৩৩ কর্মী নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৩, ১১:৩৫ এএম
গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘের ১৩৩ কর্মী নিহত
ইসরায়েলের হামলায় জাতিসংঘের কর্মী নিহত। ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার ১৩৩ কর্মী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২৫৯ জন।

শনিবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের অব্যাহত অভিযানের মধ্যে গাজার দেইর আল-বালাহর আল-আকসা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৭১টি মরদেহ ও ১৬০ জন আহত ব্যক্তি পৌঁছেছে। একই সময়ে দক্ষিণ গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে ৬২টি মরদেহ ও ৯৯ জন আহত ব্যক্তি পৌঁছেছে।

গাজায় সাতদিনের বিরতির পর গত ১ ডিসেম্বর ইসরায়েলি সেনারা গাজায় পুনরায় সামরিক আক্রমণ শুরু করে। 

এদিকে ৭ অক্টোবর থেকে গাজায় চালানো বিমান ও স্থল হামলায় এখন পর্যন্ত প্রায় ১৭ হাজার ৪৮৭ জন ফিলিস্তিনি নাগরিক নিহত এবং ৪৬ হাজার ৪৮০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের সরকারি তথ্য অনুযায়ী, হামাসের হামলায় এক হাজার ২০০ জন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন।

Link copied!