• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২,

কাশ্মীরে বিদ্রোহীদের হামলায় দুই পুলিশ নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১, ০১:৪২ পিএম
কাশ্মীরে বিদ্রোহীদের হামলায় দুই পুলিশ নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরে বিদ্রোহীদের হামলায় পুলিশের দুই সদস্য নিহত হয়েছেন। টাইমস অব ইন্ডিয়া জানায়, শুক্রবার সন্ধ্যায় উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলায় এই বন্দুক হামলা হয়।

কর্মকর্তারা জানান, বিদ্রোহীরা বান্দিপোরার গুলশান চক এলাকায় টহল পুলিশের ওপর গুলি চালায়। হামলার পর হাসপাতালে নেওয়ার সময় দুই পুলিশ সদস্য নিহত হন।

নিহত পুলিশ সদস্যরা হলেন মোহাম্মদ সুলতান ও কনস্টেবল ফায়াজ আহমেদ। পুলিশ ও নিরাপত্তা বাহিনী হামলাস্থল ঘিরে ফেললেও বিদ্রোহীরা পালাতে সক্ষম হয়।

এর আগে ১ ডিসেম্বর মধ্য শ্রীনগরে একজন ট্রাফিক পুলিশকে গুলি করে আহত করে বিদ্রোহীরা। এর দুই সপ্তাহ আগে, জামলাত্তার শ্রীনগরের রামবাগে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয় স্বাধীনতাকামী বিদ্রোহী মেহরান শাল্লা ও তার দুই সহযোগী।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!