বাস-ট্যাংকারের সংঘর্ষে আগুনে পুড়ে ১২ যাত্রীর মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১, ০৯:৩৫ পিএম
বাস-ট্যাংকারের সংঘর্ষে আগুনে পুড়ে ১২ যাত্রীর মৃত্যু

ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১২ জন। আহত হয়েছেন আরও কয়েকজন। 

হিন্দুস্তান টাইমস জানায়, বুধবার সকালে যোধপুর জাতীয় সড়কে বাস ও ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী বাসে আগুন লেগে যায়।

সকাল ১০টার দিকে রাজস্থানের বারমেরের বালোত্রা অঞ্চলের পাশ দিয়ে যাচ্ছিল বাসটি। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্যাংকারটি ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে বাসে আগুন লেগে যায়। 

বাসটিতে মোট ২৫ জন যাত্রী ছিলেন। অনেকেই জ্বলন্ত বাসের মধ্যে আটকা পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসন।

আহত ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর জাতীয় সড়কের মাঝে বাসটি আগুনে জ্বলতে থাকায় চলাচল বন্ধ রাখা হয়।

Link copied!