• ঢাকা
  • রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভারতের অজান্তেই অরুণাচলে বসতি গড়ছিল চীন!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২১, ০৮:৪৭ পিএম
ভারতের অজান্তেই অরুণাচলে বসতি গড়ছিল চীন!

সীমান্ত নিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে দ্বন্দ্ব বিশ্বের প্রায় সব প্রান্তেই দেখা যায়। তবে এই বিরোধকে এক নতুন পর্যায়ে নিয়ে গেছে চীন-ভারত।

সীমান্তে দুই দেশের সেনাদের হাতাহাতির মতো ঘটনার পর এবার আরও বিস্ফোরক তথ্য পাওয়া গেল পেন্টাগনের বরাতে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগন বলছে ভারত সরকারের অজান্তেই অরুণাচলে প্রদেশে বসতি গড়ছিল চীনা সেনাবাহিনী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি খবরে বলা হয়, ১৯৫৯ সাল পর্যন্ত অরুণাচলের ঐ গ্রামটিতে আসাম রাইফেলসের ঘাঁটি ছিল। তবে স্যাটেলাইটের ছবিতে সীমান্তের ভারতের নিয়ন্ত্রণরেখার (এলএসি) প্রায় সাড়ে চার কিলোমিটার ভেতরে আপার সুবনসিরি জেলায় এখন দেখা যাচ্ছে চীনা বসতি। পুরোদস্তুর একটি চিনা গ্রাম গড় উঠেছে সেখানে।

ষাটের দশকে আসাম রাইফেলসকে এই এলাকা দখল নেয় চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। পরে সেখান থেকে সরে যায় তারা। তবে পেন্টাগন জানায়, গত কয়েক দশক ধরেই দুর্গম ওই অঞ্চলে বেড়েছে চীনা সেনাদের আনাগোনা। তাসরি চু নদীর তীরে গ্রামটিতে প্রায় ১০১টি ঘর তৈরি করেছে তারা।

২০২০ সালের ১ নভেম্বর স্যাটেলাইটের ধারণ করা ছবি থেকে এই তথ্য প্রকাশ পায়। এর আগে গত বছর নভেম্বরে আরুণাচলের বিজেপি নেতারাও আপার সুবনসিরি জেলায় চীনা সেনাবাহিনীর অনুপ্রবেশের অভিযোগ করেছিল।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!