• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫
রাশিয়া-ইউক্রেন বন্দি বিনিময়

ইউক্রেনের কারাগার থেকে মুক্তি পেল ১০০ সেনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১২, ২০২৩, ০৫:৩৯ পিএম
ইউক্রেনের কারাগার থেকে মুক্তি পেল ১০০ সেনা

সম্প্রতি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে নতুন করে বন্দী বিনিময় চুক্তি হয়। এর আওতায় ইউক্রেনের কারাগার থেকে রাশিয়ার ১০০ সেনা মুক্তি পেয়েছে। এসব সেনা ইউক্রেনের কারাগারে মৃত্যু-ঝুঁকির মুখে ছিল। অন্যদিকে, এই চুক্তির আওতায় ইউক্রেনের ৯৫ জন সেনা মুক্তি পেয়েছে।

সোমবার (১২ জুন) তেহরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, ইউক্রেনের কারাগার থেকে রাশিয়ার আরও ১০০ সেনা মুক্তি পেয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে, ইউক্রেনের কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত সেনারা বাসের ভিতর বেশ উৎফুল্ল অবস্থায় বসে আছে এবং তাদেরকে রুশ সরকারের পক্ষ থেকে নতুন কাপড় চোপড় এবং তাজা খাবার সরবরাহ করা হচ্ছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যেসব সেনা মুক্তি পেয়েছে তারা ইউক্রেনের কারাগারে মৃত্যুর ঝুঁকির মুখে ছিল।

রাশিয়ার মানবাধিকার কমিশনার তাতিয়ানা মুসকালকোভা জানিয়েছেন, মুক্ত সেনাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রে ইয়ারমাক বলেছেন, বাখমুত শহরে লড়াইয়ের সময় তাদের এসব সেনা বন্দী হয়েছিল।

Link copied!