• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

৯০ দিনের মধ্যে কাবুল নিয়ন্ত্রণ করবে তালেবান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২১, ০৭:৫২ পিএম
৯০ দিনের মধ্যে কাবুল নিয়ন্ত্রণ করবে তালেবান

এক সপ্তাহেরও কম সময়ে দেশের এক-চতুর্থাংশের বেশি প্রাদেশিক রাজধানী দখল করার পর তালেবানের শক্তিমত্তা নিয়ে নড়েচড়ে বসেছে পশ্চিমা শক্তি। তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানীর পতন এখন যেন কেবল সময়ের ব্যাপার।

মার্কিন গোয়েন্দারা বলছে, ৯০ দিনের মধ্যে দেশটির রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নিতে পারে আফগান সশস্ত্র গোষ্ঠীটি। গত শুক্রবার থেকে এ পর্যন্ত আফগানিস্তানের নয়টি প্রাদেশিক রাজধানী দখল করেছে বিদ্রোহীরা। এসব শহরের মধ্যে রয়েছে ফৈজাবাদ, ফারাহ, পুল-ই-খুমরি, সার-ই-পুল, শেবারঘান, আইবাক, কুন্দুজ, তালুকান ও জারঞ্জ।

গোয়েন্দা সুত্রের বরাতে আল-জাজিরা জানায়, ৩০ দিনের মধ্যে আফগানিস্তানের রাজধানীকে দেশ থেকে বিচ্ছিন্ন করতে পারে তালেবান। আর ৯০ দিনের মধ্যে এটি দখল করতে পারে বিদ্রোহীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা মার্কিন গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্সকেও একই কথা বলেছেন। 

মার্কিন নেতৃত্বাধীন বিদেশী সেনারা কাবুল থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই তালেবানরা দেশজুড়ে হামলা শুরু করে। ফলে কাবুলের পতন এখন আফগানিস্তানে তালেবানের আধিপত্য বিস্তারের গতিবিধির ওপরেই নির্ভর করছে। যদিও রাজধানীকে বাঁচাতে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার পরিকল্পনা করছে আফগান নিরাপত্তা বাহিনী।

Link copied!