করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপের কারণে কয়েক মাস ধরে দেশের বাইরে টিকা রপ্তানি বন্ধ রেখেছিল ভারত। সম্প্রতি পরিস্থিতি উন্নতি হলে পুনরায় চালু হয় টিকা রপ্তানি।
এবার এক বছরের মধ্যে ৫০০ কোটি টিকা উৎপাদনের লক্ষ্যমাত্রার কথা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জি২০ শীর্ষ সম্মেলনে সেই বার্তা দিয়েছেন তিনি।
হিন্দুস্তান টাইমস জানায়, সম্মেলনে মহামারীসহ সকল স্বাস্থ্য সংকট মোকাবিলার ক্ষেত্রে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন মোদি।
ভবিষ্যতের যেকোন মহামারীর বিরুদ্ধে একযোগে লড়াইয়ের পরিকল্পনার ওপরেও জোর দেন।
এছাড়াও ২০০২ সালের মধ্যে ভারতের ৫০০ কোটি ডোজ করোনাভাইরাস টিকা উৎপাদনের প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।
বিশ্বের বিভিন্ন দেশে এসব টিকা পাঠানো হবে বলেও আশ্বাস দেন মোদি।