• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

শ্রীলঙ্কায় ৩৮ নেতার বাড়ি পুড়িয়ে দিল বিক্ষোভকারীরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১১, ২০২২, ১২:৪৫ পিএম
শ্রীলঙ্কায় ৩৮ নেতার বাড়ি পুড়িয়ে দিল বিক্ষোভকারীরা

শ্রীলঙ্কায় চলমান সরকারবিরোধী আন্দোলনের মধ্যে বিক্ষোভকারীরা অন্তত ৩৮ জন রাজনীতিবিদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। সরকার সৈন্যদের বিক্ষোভে গুলি করার নির্দেশ দেওয়ার পর আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে বিক্ষুব্ধ জনতা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার শ্রীলঙ্কার পুলিশ জানায়, বিক্ষোভকারীদের আগুনে ধ্বংস হওয়া ও বাড়িগুলো ছাড়াও আরও অন্তত ৭৫টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশব্যাপী কারফিউ অমান্য করে চলেছে আন্দোলন-অবরোধ।

সোমবার থেকে সহিংসতায় অন্তত আটজন নিহত হয়েছে। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।

২ কোটি ২০ লাখ জনসংখ্যার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা স্মরণকালের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মুখোমুখি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর কয়েক সপ্তাহ ধরে টানা বিদ্যুৎবিভ্রাট জনগণের ক্ষোভকে উসকে দিয়েছে। মার্চ মাস থেকে হাজার হাজার বিক্ষোভকারী সরকার পতনের দাবিরে রাজপথে নেমেছে।

সোমবার রাজধানী কলম্বোতে সরকারপন্থিদের সঙ্গে বিক্ষোভরতদের সংঘর্ষের পর দুপুরে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। মঙ্গলবার ভোরে বাসভবন ছেড়ে নৌবাহিনীর ঘাঁটিতে আশ্রয় নেন মাহিন্দা ও তার পরিবার। এ ঘটনার পর দেশজুড়ে বিক্ষোভ আরও জোরালো হয়েছে।

Link copied!