• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

রাশিয়ার ওপর নজিরবিহীন অবরোধের হুমকি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১, ১২:১৯ পিএম
রাশিয়ার ওপর নজিরবিহীন অবরোধের হুমকি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই বলে সতর্ক করেছেন যে মস্কো ইউক্রেনে হামলা চালালে দেশটির ওপর এমন নজিরবিহীন অর্থনৈতিক অবরোধ আরোপ করা হবে, যা এর আগে পুতিন কখনো দেখেননি।

ভিডিও লিংকে বাইডেন ও পুতিনের দুই ঘণ্টা বৈঠকের এক দিন পর বুধবার নাটকীয় এই হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউসে সাংবাদিকদের বাইডেন বলেন, “আমি এটি খুবই স্পষ্ট করেছি, ইউক্রেনে হামলা চালানোর পরিণতি হবে খুবই ভয়াবহ। এমন অর্থনৈতিক অবরোধ আরোপ করা হবে, যা এর আগে পুতিন কিংবা অন্য কেউ দেখেনি।”

বাইডেন বলেন, “রাশিয়াকে মোকাবেলায় মার্কিন সৈন্য পাঠানোর বিষয়টি আলোচনায় নেই।”

এদিকে বাইডেন ছাড়াও নতুন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ইউক্রেনে হামলার জন্য রাশিয়াকে মূল্য দিতে হবে বলে সতর্ক করেন। তিনি জার্মানিতে প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী রুশ প্রকল্প নর্ড স্ট্রিম টু-এর পরিণতি নিয়ে পুতিনকে হুঁশিয়ার করেন।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে রাশিয়াকে কৌশলগত ও ব্যাপক পরিণতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছে।

এদিকে ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সৈন্য সমাবেশের বিষয়ে রাশিয়া বলেছে, আত্মরক্ষার্থে তারা এ পদক্ষেপ নিয়েছে। তারা আশঙ্কা করছে, এক সময়কার সোভিয়েত রিপাবলিক ইউক্রেনকে ন্যাটোর গোলকের ভেতর টেনে নেওয়া হচ্ছে।

গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিসের সঙ্গে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেছেন, রাশিয়ার একটি শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতি রয়েছে। কিন্তু একই সঙ্গে নিজের নিরাপত্তা রক্ষারও অধিকার রয়েছে।

সূত্র : বাসস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!