• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

যুক্তরাষ্ট্রে গুলিতে ডাক বিভাগের ৩ কর্মী নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ১০:৪৭ এএম
যুক্তরাষ্ট্রে গুলিতে ডাক বিভাগের ৩ কর্মী নিহত

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ডাক বিভাগের এক কর্মীর গুলিতে নিহত হয়েছেন দুই সহকর্মী।

বিবিসি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে রাজ্যের মেমফিস শহরের অরেঞ্জ মাউন্ড ডাক পোস্ট অফিসে এ ঘটনা ঘটে। ওই সময় হামলাকারীও গুলিতে নিহত হন।

যুক্তরাষ্ট্রের ডাক পরিদর্শক সুসান লিংক জানান, মেমফিস পাড়ার ইস্ট লামার কেরিয়ার অ্যানেক্সে গুলির ঘটনায় তিন ডাক কর্মীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। হামলার পর ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এফবিআই’র মুখপাত্র লিসা-অ্যান কুলপ জানান, সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন। নিজের গুলিতেই হামলাকারী নিহত হন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, মেমফিস এলাকায় ডাক বিভাগের ইস্ট লামার ক্যারিয়ার অ্যানেক্স কার্যালয়ে গুলি চালান ওই কর্মী। এতে সেখানকার দুই কর্মী নিহত হন।

যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ‘মেমফিসে আজ ঘটে যাওয়া পরিস্থিতির জন্য ডাক বিভাগ মর্মাহত। ভুক্তভোগীদের পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীদের পাশে আছি আমরা।’

Link copied!