পাকিস্তানের অর্থমন্ত্রী শওকত তারিন বলেছেন, “মোবাইলফোনে পাঁচ মিনিটের বেশি কথা বললে ৭৫ পয়সা বেশি হারে সম্পূরক শুল্ক দিতে হবে।”
শুক্রবার (২৫ জুন) দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
জাতীয় পরিষদের অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর বিতর্ক শেষে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী শওকত তারিন এই ঘোষণা দেন। ডেপুটি স্পিকার কাসিম সুরি অধিবেশনে সভাপতিত্ব করেন।
দেশটির অর্থমন্ত্রী বলেন, “এসএমএস এবং মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের ওপর কোনো শুল্ক থাকছে না।”
জিও নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খান ও মন্ত্রিসভা মোবাইলে কথা বলার ওপর বাড়তি সারচার্জ আরোপের বিপক্ষে থাকলেও অর্থমন্ত্রীর কাছ থেকে হঠাৎই এমন ঘোষণা এসেছে।
মোবাইলফোনে বেশি কথার ওপর অধিক কর ধার্যের বিষয়টি কার্যকর হলে ১২ ধরনের বকেয়া কর থেকে মুক্তি পাবে সরকার বলে তিনি উল্লেখ করেন।
দেশটির অর্থমন্ত্রী আরও জানান, জাতীয় রাজস্ব বোর্ডের হেনস্তার কারণে অনেক করদাতা তাদের রিটার্ন জমা দেওয়া থেকে বিরত থাকেন। এক্ষেত্রে তিনি একটি নিরপেক্ষ তৃতীয় পক্ষের কাছে কর আদায়ের দায়িত্ব স্থানান্তরের কথা জানান।