• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

মৃত্যুঝুঁকিতে এক কোটি আফগান শিশু: ইউনিসেফ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১, ০৯:৫২ পিএম
মৃত্যুঝুঁকিতে এক কোটি আফগান শিশু: ইউনিসেফ

আফগানিস্তানে অন্তত এক কোটি শিশু মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানায়, দ্রুত সহায়তা না পাঠালে অপুষ্টি, দুর্ভিক্ষ কিংবা অসুখে পড়বে এই শিশুরা।

আল-জাজিরা জানায়, আফগান শিশুদের রক্ষায় ২০ কোটি ডলারের খাদ্য সহায়তার আহ্বান করেছে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডাব্লিউএফপি)। মহামারির কারণে শিশুদের ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

ডাব্লিউএফপির নির্বাহী পরিচালক ডেভিড বিয়াসলি জানান, এই মুহূর্তে আফগানিস্তানে ১ কোটি ৪০ লাখ মানুষ খাদ্যাভাবে রয়েছে। দীর্ঘদিনের খরা, গৃহযুদ্ধ আর অর্থনৈতিক ধসের কারণেই এ সংকট তীব্র হয়েছে।

সম্প্রতি আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার পর আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করেছে বিশ্বব্যাংক। গত সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিলও দেশটির সহায়তায় বন্ধ করে দেয়।

Link copied!