ফেব্রুয়ারির সেনা অভ্যুত্থানের পর থেকে জাতীয় নেতাদের আটক, দেশজুড়ে আন্দোলন আর একের পর এক নির্যাতনের ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে মিয়ানমার সেনাবাহিনী। এবার শিশু নির্যাতনের অভিযোগ উঠলো সেনা সরকারের বিরুদ্ধে।
জাতিসংঘ শিশু অধিকার কমিটি এক বিবৃতিতে জানায়, মাত্র ৫ মাসে মিয়ানমারে সহিংসতায় প্রাণ হারিয়েছে ৭৫ শিশু। আটক হয়েছে এক হাজারের বেশি মানুষ। এ ঘটনায় জান্তা সরকারের প্রতি ক্ষোভ জানিয়েছে জাতিসংঘ।
সংস্থাটির শিশু অধিকার কমিটির প্রধান মিকিকো ওতানি এক বিবৃতিতে বলেন, সেনা অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে বহু শিশু ধরপাকড় ও নির্যাতনের শিকার হয়েছে। দেশজুড়ে অস্থিতিশীলতায় অনেকের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর জান্তা সরকারের নির্যাতন ও শিশু অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে জাতিসংঘের কর্মকর্তারা।
শিশু হত্যার পাশাপাশি বাবা-মাকে আটকে ব্যর্থ হয়ে তাদের শিশুসন্তানদের জিম্মি করে নির্যাতনের কারণে মিয়ানমারের সেনা ও পুলিশের তীব্র নিন্দা জানায় কমিটির সদস্যরা।