• ঢাকা
  • সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ২৭ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

মিয়ানমারের জাতিসংঘ রাষ্ট্রদূতকে হত্যাচেষ্টায় দুইজন আটক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২১, ০৪:৩৬ পিএম
মিয়ানমারের জাতিসংঘ রাষ্ট্রদূতকে হত্যাচেষ্টায় দুইজন আটক

জাতিসংঘের মিয়ানমার রাষ্ট্রদূতের ওপর হামলার ষড়যন্ত্রের অভিযোগে যুক্তরাষ্ট্রে দুই মিয়ানমারের নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

বিবিসি জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন ফায়ো ফিও হেইন হতুত (২৮) ও ইয়ে হেইন জ (২০)। মার্কিন অ্যাটর্নির কার্যালয় জানায়, রাষ্ট্রদূত কিয়াও মোয়ে তুনকে পদত্যাগে বাধ্য করতে হামলাকারীদের ভাড়া ও হামলার পরিকল্পনা করেছিলেন তারা।

অ্যাটর্নির কার্যালয়ের বিবৃতিতে আরও জানানো হয়, ফিও হেইন হতুত ও ইয়ে হেইন জ রাষ্ট্রদূতকে হত্যা বা গুরুতর আহত করতে থাইল্যান্ডের অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করেন। বছরের শুরুর দিকে, জ এই হামলার জন্য একটি অ্যাপের মাধ্যমে হতুতের অ্যাকাউন্টে অগ্রিম ২০ হাজার ডলার স্থানান্তর করেন। অভিযোগ প্রমাণিত হলে যুক্তরাষ্ট্রের আইনে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে তাদের।

মিয়ানমারের সামরিক শাসনের কট্টর সমালোচক কিয়াওকে জান্তা সরকার 
বরখাস্ত করলেও আন্তর্জাতিক সংস্থাযগুলোতে দেশের প্রতিনিধিত্ব করছেন তিনি। যদিও হামলার ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি মিয়ানমার সেনাবাহিনী।

ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে স্টেট কাউন্সেলর অং সান সু চিকে আটক করে সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। ছয় মাস ধরে দেশটিতে সেনাশাসনবিরোধী আন্দোলন চলছে। এ পর্যন্ত বিভিন্ন বিক্ষোভ আর সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় এক হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!