• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০, ২৩ রজব ১৪৪৬

মালয়েশিয়ায় আটক ৪৮ বাংলাদেশি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১, ০৯:৪০ এএম
মালয়েশিয়ায় আটক ৪৮ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের অপরাধে বাংলাদেশিসহ ৫৫ জনকে আটক করেছে দেশটির নেগারি সেম্বিলান অভিবাসন বিভাগ।

স্থানীয় সময় মঙ্গলবার (২৪ আগস্ট) নেগারি সেম্বিলান অভিবাসন বিভাগের পরিচালক কেন্নিথ তা আই কিয়াং এ তথ্য জানান।

পরিচালক কেন্নিথ তা আই কিয়াং জানান, সোমবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে দেশটির নেগারি সেম্বিলান রাজ্যের নিলাই শিল্পাঞ্চলের একটি সিরামিক কারখানায় অভিযান চালানো হয়। এই অভিযানে ৫৫ বিদেশি নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে ৪৮ জন বাংলাদেশি ও ৭ জন নেপালের নাগরিক রয়েছেন।

আটক ব্যক্তিদের কাছে বৈধ কোনো কাগজপত্র ছিল না। একই কারখানায় বাংলাদেশ ও নেপালের ২৪১ জন অভিবাসী কাজ করেছিলেন বলেও জানানো হয়।

কেন্নিথ তা আই কিয়াং আরও জানান, ওই অভিযানে প্রাথমিকভাবে ২৪১ জনের কাগজপত্র যাচাই বাছাই করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৫৫ জনকে আটক করা হয়।

মালয়েশিয়া সরকারের ‘রিক্যালিব্রেশন প্লান’ সাধারণ ক্ষমা ঘোষণা দেয়। এই ঘোষণায় এত দিন পার হয়ে গেলেও আটক ব্যক্তিরা নিবন্ধন করেননি বলে অভিযোগ করেন কেন্নিথ তা আই কিয়াং।

Link copied!