আফগানিস্তানের কান্দাহারের শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। খবর দ্য গার্ডিয়ান।
শুক্রবার কান্দাহারের সবচেয়ে বড় শিয়া মসজিদে জুমার নামাজের সময় হামলা হয়। এতে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। গুরুতর আহত অবস্থায় হাসপতালে ভর্তি রয়েছেন অর্ধশত মানুষ। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎকরা।
এদিকে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
শুক্রবার প্রায় পাঁচশ মানুষ নামাজ পড়তে এসেছিলেন বিবি ফাতিমা মসজিদে। হামলার দায় স্বীকার করে ওই দিনই বিবৃতি দিয়েছে আফগানিস্তানে অবস্থানরত আইএস গোষ্ঠী।
জঙ্গিদের মুখপাত্র আমাক নিউজ এজেন্সিতে জানায়, মসজিদের দুই জায়গায় আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, চার জন আত্মঘাতী হামলাকারীকে দেখেছেন তারা।
এর আগে গত সপ্তাহের জুমার নামাজের সময় কুন্দুজ প্রদেশের একটি শিয়া মসজিদেও হামলার দায় স্বীকার করে আইএস।
আফগানিস্তানে তালেবান সরকার গঠনের পর এ নিয়ে দুই বার হামলার ঘটনা ঘটলো। এতে শতাধিক মানুষ নিহত হয়েছেন।