পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫ লাখ রুপি জরিমানা করেছেন বিচারপতি কৌশিক চন্দ।
হিন্দুস্তান টাইমস জানায়, বিধানসভা নির্বাচনের নন্দীগ্রাম আসনের ফল চ্যালেঞ্জ মামলা করেছিলেন মমতা। তবে কলকাতা হাইকোর্টের এই মামলার শুনানির দায়িত্ব পান বিচারপতি কৌশিক চন্দ। তবে আইনজীবী থাকাকালীন বিজেপির পক্ষে লড়াই করা এই বিচারপতির প্রতি অনাস্থা জানায় তৃণমূল।
শুনানির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিচারক বেঞ্চ থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্যও আবেদন করেন মুখ্যমন্ত্রী। বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলায় মমতাকে পাঁচ লাখ রুপি জরিমানা করেছেন কৌশিক চন্দ। বিচারব্যবস্থাকে কলুষিত করার জন্য মমতাকে জরিমানা করা হয়েছে বলে জানান বিচারপতি।
জরিমানার এই অর্থ জমা করোনা চিকিৎসায় ব্যবহৃত হবে বলে জানা গেছে। মামলাটি পরবর্তীতে কোন বেঞ্চে যাবে তা নির্ধারণ করবে হাইকোর্ট।